আহবান

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৪ মে, ২০১৪, ১০:৪৭:২০ রাত



পৃথিবী আমারে মরণ সমরে ডাক দিয়েছে;

অচীনলোকের অন্ধপুরি বন্ধকরি রুদ্ধশ্বাসে টান দিয়েছে।

ঝঞ্ঝাতরী, রুদ্ধদোয়ার বন্ধাকরি, সন্ধাবিহার আলোক পানে;

তিমীর বিদীর স্বর্গপানে মর্তমুখর মর্মতানে

সপ্ত সুরের পঞ্চ গানে আজকে আবার বান দিয়েছে।

পৃথিবী আমারে ধ্বংশলীলায় আজ সায় দিয়েছে।

অন্ধকারে বন্ধ যারা বন্ধি যে আর রইবে নারে,

মরণসম শাসন ওদের কোমল হৃদয় সইবে নারে।

ভাঙবে আজি ভাঙার খেলা সকাল হতে সন্ধা বেলা।

মর্তপানে আসবে ছুটে স্বর্গ হতে স্বপ্নভেলা।

কন্টকুসুম পড়বে টুটে আপনি যারা উঠছে ফুটে।

বন্ধারাতে নিরব সুরে জাগায় যারা ভূবন তুরে -

শেষ বেলাতে আসতে ওদের বেলা হলো এমনি করে।

দেখতে খেলা আশা যাওয়ার মধ্য বেলা ভার দিয়েছে।

তাইতো আজি সকল দাবি ধুলায় পড়ে সাজ নিয়েছে।

ধরিত্রী আমারে অমর গানের আজ তার দিয়েছে।

নবীন মালার রঙিন কলি মন মাতানো মধুর করি

উঠবে ফুটে দোয়ার পাশে সুপ্ত নূরে জগৎভরি।

মুক্তি পাগল সন্ধামণির মানিকজোড়া ভূবনভরা -

হাসির সুরে হাসবে আজি প্রভাতবেলা;

নতুন করে সুর ফিরে আজ বাঁধবে বাসা স্বর্গস্থানে।

পুরানো সব রংমাখা সাজ ফেলবে ছুড়ে নরকপানে।-

সুরের যারা আছিস পাগল আয় ছুটে আয় বাজবে মাদল,

মুক্তিতে আজ উঠবি ভরি; জগৎতরি পাবে খুজে নতুন বাদল।

মুক্তি দেবার কঠিন ত্রাসে ধুকিস নে আর

দেখনা চেয়ে উর্দ্ধপানে কেমন মধুর রং দিয়ে

মুক্তিমাতা নবীনবরণ সাজ নিয়েছে !

বিশ্বমাতা আমারে মুক্তিতে আজ ডাক দিয়েছে।

২৫ বৈশাখ ১৪২১

বিষয়: সাহিত্য

৯৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225728
২৪ মে ২০১৪ রাত ১০:৫৫
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২৬ মে ২০১৪ সকাল ১০:৪২
173285
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। Applause
225736
২৪ মে ২০১৪ রাত ১১:০৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৪ সকাল ১০:৪৩
173286
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
225759
২৫ মে ২০১৪ রাত ১২:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ সকাল ১০:৪৬
173290
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : <:-P <:-P <:-P
227838
২৯ মে ২০১৪ সকাল ১১:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : বোদ্ধা কবি আতিক রহমানকে স্বাগতম। শব্দ বুননের কারিগররাই পারে বিদ্রোহী কবিতা লিখতে। আর সেই বিদ্রোহী কবিতার ধ্বনি আপনার কবিতায় পাচ্ছি। ধন্যবাদ। ভাল লাগল।
২৯ মে ২০১৪ দুপুর ১২:১৮
174690
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ (প্রবাসী মজুমদার) আপনার কথা শুনে সত্যই নিজেকে বিদ্রহী বলে মনে হচ্ছে।
229635
০২ জুন ২০১৪ বিকাল ০৪:৫১
পিন্টু রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File